বিশেষ প্রতিনিধি.
সৌদি আরবের রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে এক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ মে) সকালে শাগড়া নামক একটি জায়গায় চাকা ফেটে যাওয়ায় তাদের বহনকারী মিনিবাসটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনজন। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহত সবাই বৈধ শ্রমিক ছিলেন এবং তারা দাম্মাম থেকে রিয়াদ হয়ে মদিনা যাওয়ার কথা ছিল।
সৌদিতে সড়ক দুর্ঘটনাএ বিষয়ে রিয়াদে বাংলাদেশ মিশনের উপ-প্রধান নজরুল ইসলাম বলেন, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ইতোমধ্যে তাদের জন্য সহায়তার ব্যবস্থা নিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করবো।’