নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাব মোকাবেলায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে উপজেলাজুড়ে মাইকিং করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মাইকিং শুরু হয়।
এদিকে বৃহস্পতিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পাহাড়ের পাদদেশে বসবাসরত সকল জনসাধারণকে পাহাড় ধ্বসের আশঙ্কায় দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
এছাড়াও হাওরের ধান দ্রুত কাটার ব্যবস্থা করতে হবে এবং দূর্যোগকালীন সময়ে সার্বক্ষণিক উপজেলার কন্ট্রোল রুমের (০১৭০০-৭১৭১৩৯) এই নম্বরে যোগযোগ করতে বিশেষভাবে বলা হয়।