খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেল দুই বোন

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার রাণীগাঁও ইউনিয়নের কোণাগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কুণাগাঁও গ্রামের মৃত হাজী নুরুল হকের মেয়ে হাজেরা খাতুন (০৯) ও তার ছোট বোন আয়েশা খাতুন (০৭)। তারা দুজনেই স্থানীয় রাণীগাঁও ইসলামীয়া আরাবীয়া কওমি মাদ্রাসার ছাত্রী ছিল।
রাণীগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল মোনীম চৌধুরী জানান, তাদের মা বানেছা খাতুনের বিয়ে হয়েছিল সিলেটে। বানেছার স্বামী মারা যাওয়ার পর দুই শিশুকে নিয়ে বাবার বাড়ি কোণাগাঁও গ্রামে বসবাস করে আসছিলেন।
বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিলো। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন