সুনামগঞ্জ প্রতিনিধি.
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি দেড় মিটার বৃদ্ধি পেয়েছে। সীমান্তের ওপাড়ে চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত ও ঘূর্নিঝড় ‘ফণী’র প্রভাবে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আরও জানা গেছে, নদীর পানি বাড়লেও এখনও কোনও ফসল রক্ষাবাঁধের ক্ষতি হয়নি। তবে পানির আরও ছয় মিটার বাড়লে ফসলরক্ষা বাঁধ উপচে হাওরে আগাম বন্যা সৃষ্টি হবে।
পাউবো আরও জানায়, চলতি মাসে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় যাদের জমিতে পাকা ধান রয়েছে সেগুলো কেটে ফেলার আহ্বান জানানো হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, ইতোমধ্যে হাওরের ৮০ ভাগ জমির পাকা ধান কেটে ফেলেছেন কৃষক। জেলায় চলতি বছর ২ লাখ ২৪ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভূইয়া বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। মেঘালয়ের পানি সুনামগঞ্জে নেমে আসছে। তবে এখানও হাওরের ফসলরক্ষা বাঁধ নিরাপদ রয়েছে।’