»এক্সক্লুসিভ»সার্ক স্কুল শাহপরান ক্যাম্পাসের পদোন্নতি হলো ডলির
সার্ক স্কুল শাহপরান ক্যাম্পাসের পদোন্নতি হলো ডলির
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
হৃদয় ইসলামঃ সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্টান, কম খরছে মানসম্মত শিক্ষার অঙ্গিকার নিয়ে প্রতিষ্টিত সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ সিলেট শাহপরান ক্যাম্পাসের ইনচার্জ এর দায়িত্ব পেলেন কমলগঞ্জের মেয়ে রহিমা আক্তার ডলি।
বৃহস্পতিবার ( ২ মে) সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর সিলেট শাহপরান ক্যাম্পাসের ইনচার্জ এর দায়িত্ব পান তিনি।
রহিমা আক্তার ডলি মৌলভীবাজারের কমলগঞ্জের পানিশালা গ্রামের মৃত হাজী মোঃ শরাফত উল্লাহ্ ( অবঃ পুলিশ অফিসার) এর ৪র্থ মেয়ে। তিনি ২০০৩ থেকে ২০১৬ইং পর্যন্ত কমলগঞ্জ উপজেলা পরিষদ কে.জি স্কুলের প্রিন্সিপাল ছিলেন। ২০১৬ সালের ১ ডিসেম্বর তিনি সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এর নিয়োগ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়ে শাহপরান ক্যাম্পাসে জয়েন করেন। রহিমা আক্তার ডলি বলেন, এই সাফল্যের জন্য তিনি সকলের নিকট দোয়া ও ভালোবাসা চান।