সার্ক স্কুল শাহপরান ক্যাম্পাসের পদোন্নতি হলো ডলির

হৃদয় ইসলামঃ  সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্টান, কম খরছে মানসম্মত শিক্ষার অঙ্গিকার নিয়ে প্রতিষ্টিত সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ সিলেট শাহপরান ক্যাম্পাসের ইনচার্জ এর দায়িত্ব পেলেন কমলগঞ্জের মেয়ে রহিমা আক্তার ডলি।
বৃহস্পতিবার ( ২ মে) সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর সিলেট শাহপরান ক্যাম্পাসের ইনচার্জ এর দায়িত্ব পান তিনি।
রহিমা আক্তার ডলি মৌলভীবাজারের কমলগঞ্জের পানিশালা গ্রামের মৃত হাজী মোঃ শরাফত উল্লাহ্ ( অবঃ পুলিশ অফিসার) এর ৪র্থ মেয়ে। তিনি ২০০৩ থেকে ২০১৬ইং পর্যন্ত কমলগঞ্জ উপজেলা পরিষদ কে.জি স্কুলের প্রিন্সিপাল ছিলেন। ২০১৬ সালের ১ ডিসেম্বর তিনি সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এর নিয়োগ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়ে শাহপরান ক্যাম্পাসে জয়েন করেন। রহিমা আক্তার ডলি বলেন, এই সাফল্যের জন্য তিনি সকলের নিকট দোয়া ও ভালোবাসা চান।
শেয়ার করুন