৬ মে মৌলভীবাজার প্রেসক্লাব ও জেলা পুলিশ মাদক নির্মূল ও সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময়

স্টাফ রিপোর্টার. মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা পুলিশ এর সহযোগিতায় মাদক নির্মূল ও মাদক-সন্ত্রাসীদের প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
আগামী ৬ মে সোমবার সকাল ১০ টা শুরু হওয়া মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণের ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত ৩৩৬ আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বিপিএম, পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি হবে মাদক নির্মূলে সহায়ক ও ভবিষ্যত প্রজন্মকে মাদকাসক্তির দুষ্ট চক্র থেকে রক্ষার শ্রেষ্ঠ অনুপ্রেরণা।

শেয়ার করুন