নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা রবিবার কাজী নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
সভায় প্রধান অতিথি হিসেবে দলের প্রেসিডয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ বক্তব্য রাখলেও মুল আকর্ষণ হিসেবে ছিলেন মাহবুবুল আলম হানিফ। কিন্তু সভার ব্যানারে তার নামেই ছিল ভুল।
ব্যানারে মাহবুবুল আলম হানিফ’র যায়গায় লেখা ছিল ‘মাহবুবুউল আলম হানিফ’।
বিভাগীয় প্রতিনিধি সভার ব্যানারে মুল আকর্ষণের নামে এমন ভুল দৃষ্টি কারে উপস্থিত অনেক নেতাকর্মীদের। অনেকে বিষয়টি নিয়ে নানা সমালোচনাও করেন।
তবে আয়োজকরা দলের শীর্ষ পর্যায়ের নেতা হওয়ায় প্রকাশ্যে কেউ কোন মন্তব্য করতে রাজি হননি।