প্রেসক্লাব ও জেলা পুলিশ মাদক নির্মূল ও সন্ত্রাস প্রতিরোধে সোচ্ছার : মাদকের সাথে যুক্ত কাউকে ছাড় দেয়া হবেনা
“আসুন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করি” এই স্লোগান নিয়ে সাংবাদিক ও পুলিশ মাদক নির্মূল ও মাদক-সন্ত্রাসীদের প্রতিরোধে সোচ্ছার হয়ে উঠেছেন।
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বিপিএম, পিপিএম, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি।
বক্তারা বলেন, মাদক নির্মূল করে ভবিষ্যত প্রজন্মকে মাদকাসক্তির দুষ্ট চক্র থেকে রক্ষা করতে হবে। যারা মাদক বিক্রেতা, মাদক সেবী ও সহযোগীতাকারী এরা দেশ ও জাতীর শত্রু, এদের কাউকে ছাড় দেয়া হবেনা।
তিনি আরোও বলেন, মাদক ব্যবসা করে মৌলভীবাজারে অনেক পরিবার আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। আমরা তাদের বিরোদ্ধে মানি লন্ডারিং মামলা করব। পুলিশ সুপার জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কেউ শেল্টার দিলে তাদের বিরোদ্ধে ব্যবস্থা নেব। আমরা কোন দল বিবেচনা করব না। এসময় তিনি সকলের কাছে মাদকসেবী ও ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহযোগীতার আহবান জানান।
শেয়ার করুন