মৌলভীবাজারে পাশের হার ৬৯.৫৭%, জিপিএ ৬৩৮

এসএসসি পরীক্ষা এবছর মৌলভীবাজারে জেলায় মোট পাশের হার ৬৯ দশমিক ৫৭ শতাংশ। যা গত বছরের তুলনায় এগিয়ে আছে।
সোমবার সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার জেলায় জিপিএ ৫ পেয়েছেন ৬৩৮জন পরীক্ষার্থী।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসিতে এবছর মৌলভীবাজার জেলায় অংশ নিয়েছে ২৪ হাজার ৬শত ৮৮ জন পরীক্ষার্থী। এর মাঝে ৯ হাজার ৯শত ৮৭জন আর মেয়ে ১৪ হাজার ৭শত ১জন।
মোট কৃতকার্য পরীক্ষার্থী হলো ১৭ হাজার ১ শত ৭৫জন। এর মধ্যে ছেলে ৭ হাজার ১শত ৫৬জন। জিপিএ ৫ পেয়েছেন ২৯৭ জন। আর মেয়ে পাশ করেছেন ১০ হাজার ১৯ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৪১জন।
বিষয়টি মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ নিশ্চিত করেছেন।
শেয়ার করুন