শ্রীমঙ্গল থানার নতুন ওসি আব্দুস ছালেকের যোগদান

বিশেষ প্রতিবেদক.
শ্রীমঙ্গল থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মো. আব্দুস ছালেক দুলাল। ৭মে  মঙ্গলবার দুপুরে  শ্রীমঙ্গল থানার ওসি হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি মৌলভীবাজার মডেল থানাসহ বিভিন্ন থানায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে  আসছিলেন।
সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলায় সদ্য বদলী হওয়া শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল  ইসলাম নবগত  ওসিকে  দায়িত্বভার বুঝিয়ে দেন। ওসি ছালেক মৌলভীবাজার মডেল থানায় ওসি হিসাবে দাযিত্ব পালনের এক পর্যায়ে তাকে সিআইডি প্রেরণ করা হয় এবং মঙ্গলবার তিনি শ্রীমঙ্গল থানার ওসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত ওসি আব্দুস ছালেক দুলাল জানান, মৌলভীবাজার শ্রীমঙ্গল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি শ্রীমঙ্গলকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব এব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা চান।
, ওসি আব্দুস ছালেক দুলাল এর বাড়ি হবিগঞ্জ  জেলার সায়েস্তগঞ্জ থানার লস্করপুর ইউনিয়নে ।
শেয়ার করুন