শনিবার ৪ মে ২০১৯ টরন্টো শহরের ডেনফোর্থস্থ এক্সেস পয়েন্টে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় কবি কাজী নজরুলের সাহিত্য-ভাণ্ডার নিয়ে জ্ঞান-গর্ভ এবং শিক্ষামূলক এক আলোচনা সভা।
নজরুল ইসলামের সাহিত্য ও কর্মকে দেশে বিদেশে প্রচার ও প্রতিষ্ঠার জন্য ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ তরে বক্তব্য রাখেন বাংলা একাডেমির প্রাক্তন পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ফজলে রাব্বি এবং তিনি আশা প্রকাশ করেন যে, টরন্টো থেকেই এই আন্দোলনের সূচণা হতে যাচ্ছে।
কাজী নজরুল ইসলামের সাহিত্যের প্রচার ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তৃতা করেন আমেরিকা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের বেশকটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তাজ হাসমী। সভায় আরও বক্তৃতা করেন বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সাবেক কর্মকর্তা, বাংলাদেশে ইস্টওয়েষ্ট, নর্থ-সাউত এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাবাকর হোসেন ভূঁইয়া।
প্রাণবন্ত এই আলোচনায় আরও অংশ নেন ড. নাসিমা আখতার, ড. সুমাইয়া সাহরাত দিবা, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলীবোখারি, নাজিম শাফী খাঁন, কাজী শাফায়েতুল ইসলাম, কলামিস্ট ফয়জুল হক সিসিপি, জহুরুল ইসলাম এফসিএ এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদা নাসরিন।
সভার হলটি ছিল কানায় কানায় ভর্তি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল- তরুন প্রজন্মের ছেলে মেয়েদের উদ্যোগ এবং পরিকল্পনায় জাকিয়া রেজওয়ানের তত্ত্বাবধানে কাজী নজরুলের কবিতা থেকে চির স্মরণীয় বাণী সম্বলিত বাহারী পোস্টার দিয়ে চমৎকার ভাবে সাজানো পুরো হল ।
প্রবীন-নবীন, তরুন-তরুনী, শিক্ষাবিদ, অধ্যাপক, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, আবৃতিকার, ডক্টর, প্রকৌশলী এবং শিল্পীদের ব্যাপক উপস্থিতি সভাস্থলটি গুণিজনদের মিলনমেলায় পরিণত হয়ে ছিল।
প্রবীন নারী পুরুষের সাথে নবীন ছেলে মেয়েদের উৎসাহব্যঞ্জক ভাবে অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত।
উপস্থিত তরুন প্রজন্মের অনেককে সভার সামনে এনে কবি নজরুল ইসলামের সাহিত্য-ভাণ্ডারকে সংগ্রহ, সংরক্ষন, প্রচার ও প্রতিষ্টার দায়িত্ব গ্রহণের জন্য প্রতিকী-হিসেবে দুটি বই তাদের হাতে তুলে দেয়া হয়।
বই দুটি হচ্ছে কবি নজরুলকে নিয়ে রোমানা চৌধুরীর গবেষণা মুলক লিখা বই- নজরুভাবনা এবং রোমানা চৌধুরীর ইংলিশ অনুবাদকৃত কাজী নজরুলের বেশ কিছু কবিতার বই – Poems of Nazrul Islam (পয়েমস অব নজরুল ইসলাম)।
কবি নজরুলের প্রসিদ্ধ একটি গান বাজল কিরে ভোরের সানাই। এই গানটির গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনার করে বক্তব্য রাখেন ফারহানা মোতাহের এবং তার বক্তব্যের পর ড.নাশিদ কামালের কণ্ঠে গানটি স্ক্রীনে পরিবেশন করা হয়।
কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন বিলকিস বেগম, সুমন মালিক, প্রকৌশলি শিরাজ ইকবাল, জিল জানাইন জায়গীরদার, মিজানুর রহমান চৌধুরী এবং কাজী আব্দুল বাসেত।
কবি নজরুল ইসলামের সাহিত্য-কর্মের সংগ্রহ, সংরক্ষণ, প্রচার ও প্রতিষ্ঠার এই উদ্যোগকে সাগত জানিয়ে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন রুমানা চৌধুরী, ড. মোস্তাক আহমাদ, প্রফেসর মিয়া মোহাম্মদ মাসুক, ড. শিবলি নোমানি এবং ড. এম রহমান।
অনুষ্ঠানটি চমৎকার করে উপস্থাপন ও সঞ্চালনের দায়ীত্বে ছিলেন ফারহানা মোতাহের।
প্রকৌশলি মোঃ মাহবুল আলমের সার্বিক তত্বাবধানে, সাবেক মেজর রুজী এবং এ এন এম ইউসুফের সহায়তায় অথিতিদেরকে নানা প্রকার মিস্টি সহ চ-নাস্তা দিয়ে আপ্যায়ন করানো হয় ।
জনাব জহুরুল ইসলাম এফ সি এ সমাপনি ভাষন প্রদান করেন এবং অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।