সাইকিয়াট্রিস্ট দের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ডা. সাঈদ এনাম

নিজস্ব প্রতিনিধি :: আগামী ১৮ থেকে ২২ শে মে আমেরিকার সানফ্রানসিসকো তে ‘আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন’ এর বার্ষিক সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে স্পিকার প্রেজেন্টার হিসাবে যোগ দিচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম। ইতোমধ্যে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস এক্সপিডেট এপয়েন্টমেন্ট (ইমার্জেন্সী এপোয়েন্টমেন্ট) এর মাধ্যমে ডা. সাঈদ এনামকে পাঁচ বছরের মাল্টিপল ভিসা ইস্যু করেছে।

যুক্তরাষ্ট্রের ভিসার প্রসেসিং সিস্টেম অনলাইন হওয়ায় ভ্রমনের নির্ধারিত সময়ের কয়েক মাস আগে আবেদন করতে হয়। কিন্তু সংক্ষিপ্ত সময়ে অনলাইনে সিডিউল এপোয়েন্টমেন্ট এ ডেট না পাওয়ায় তিনি ইমার্জেন্সী এপোয়েন্টমেন্ট চেয়ে দূতাবাসে মেইল করেন। তাঁর মেইলের জবাবে ইমার্জেন্সী এপোয়েন্টমেন্ট আবেদন অনুমোদন করে তাঁকে জরুরী ভিত্তিতে আবেদন যাচাই বাছাই করে তাৎক্ষণিক তাঁকে মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান করা হয়। এ ব্যাপারে আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন এর পক্ষ থেকেও স্পিকার হিসেবে বিশেষ সুপারিশ পত্র প্রেরণ করা হয়।

এক্সপিডেট এপয়েন্টমেন্ট (ইমার্জেন্সী ভিসা এপোয়েন্টমেন্ট) কেবল মাত্র মুমূর্ষু রোগীর বেলায় অথবা যুক্তরাষ্ট্রের বিশেষ স্বার্থ সংশ্লিষ্ট জরুরী বিষয় গুলো বিবেচনা এনে যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা প্রদান করে থাকে।

আগামী ১৮ই মে তাঁর এবং অন্যান্য ইন্টারন্যাশনাল মেম্বার দের সম্মানে সানফ্রানসিসকোর হোটেল ম্যারিয়ট মারকুইস এ এক বিশেষ সম্বর্ধনার ও আয়োজন করেছে ‘আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন’। সেখানে আমেরিকার বিখ্যাত সব সাইকিয়াট্রিস্টরা উপস্থিত থাকবেন।

ডা.সাঈদ এনাম এর আগে পোলান্ডের রাজধানী ওয়ারশোতে “ইউরোপিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশন” এর কংগ্রেসে ও সায়েন্টিফিক সেমিনারে গবেষণা সহ ‘স্পিকার প্রেসেন্টার’ হিসাবে অংশ গ্রহন করেন। ২০১৮ সালেও অনুরূপ জাপানের টোকিওতে মানসিক রোগ বিষয়ক এক সেমিনারে তিনি স্পিকার প্রেসেন্টার হিসাবে গিয়েছিলেন।

ডা. সাঈদ এনাম ১৯৯১ সালে এন সি হাইস্কুল কুলাউড়া থেকে প্রথম বিভাগে এস এস সি এবং ১৯৯৩ সালে এম সি কলেজ সিলেট থেকে প্রথম বিভাগে এই এস সি পাশ করেন। এর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বি বি এস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি সাইকিয়াট্রিতে উচ্চতর মাস্টার্স অব ফিলোসফি “এম ফিল” ডিগ্রী লাভ করেন।

ডা. সাঈদ এনাম মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ্ব ফয়েজী আব্দুল মুনীম ছিলেন এলাকার প্রবীণ শিক্ষক এবং একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে তিনি দু কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

শেয়ার করুন