হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের উদ্যোগে  রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী গ্রামের বড়বাড়িতে হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের এর পক্ষ থেকে মোট ২০০টি অসহায় দারিদ্র পরিবারের মাঝে মাহে রমাদ্বান উপলক্ষে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।

শুত্রুবার ১০  মে বিকাল ৪টার দিকে সদর উপজেলার জগৎসী গ্রামে হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের চেয়ারম্যান এম. এ. মুকিতের বাড়িতে ২০০টি পরিবারের দুস্থদের মধ্যে রমজানের সামগ্রী বিতরণ করেন।

রমজানের খাদ্য সামগ্রীর মধ্যে ছিল তৈল, চিনি,পিয়াজ,রসুন,চাল,ময়দা,চানা,ডালসহ প্রয়োজনীয় খাদ্যদ্রবের ৪২ কেজির একটি প্যাকেট। ২ শতাধিক সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের হাতে মাহে রমজানের এই উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন।

অনুষ্ঠানে মুঠোফোনে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের চেয়ারম্যান ও ডিরেক্টর রেমিট্যান্সের অগ্রদূত যুক্তরাজ্য প্রবাসী এম. এ. মুকিত, এম. এ. মিলাদ ও এম. এ. মুবিন।

শেয়ার করুন