বিউটি পার্লার থেকে পালিয়ে যাওয়া প্রেমিক যুগল-৫দিন পর আটক!

মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের কমলগঞ্জের সদর ইউনিয়নের বালিগাঁও এলাকার ফাল্গুনী দে বিউটি পার্লার থেকে বাড়ি ফেরার পথে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ৫দিন পর প্রেমিক-যুগলকে আটক করেছে থানা পুলিশ।
কমলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ধম্পক ধাম বলেন,শনিবার ভোর রাতেই উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে আত্মগোপনে থাকা প্রেমিক যুগলকে আটক করা হয়েছে। এর আগে ৯ মে বৃহস্পতিবার কনের বাবা নতু দে মেয়ে ফাল্গুনীকে অপহরণ করা হয়েছে মর্মে প্রেমিক আলাউদ্দিনকে প্রধান আসামী করে ৩ জনের নামে অপহরণ মামলা দায়ের করেন।’
মেয়ের বাবা নতু দে বলেন-আমার মেয়ে অপ্রাপ্ত হওয়া সত্বেও আলাউদ্দীনের হাত থেকে রক্ষা পেতে একটি ভাল পাত্র পেয়ে মেয়েকে বিয়ে দিতে উদ্যোগ নেই। আমি ভাবতে পারেননি এভাবে বিউটি পার্লার থেকে মো. আলাউদ্দীন আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাবে। আমি এ ঘটনায় আলাউদ্দিন, তার ভাই নিজাম উদ্দিনসহ জড়িতদের বিরুদ্ধে থানায় একটি অপহরন মামলা দায়ের করি।’
কমলগঞ্জ থানা সেকেন্ড অফিসার চম্পক দাম বলেন, ‘মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা নং-০৩ রুজু হয়। মেয়েটিকে বোঝানো হচ্ছে, সে রাজি হলে তার পরিবারের জিম্মায় তাকে দেওয়া হবে। তবে মেয়েটি নিজ ইচ্ছে পালিয়েছে বলে সে মা বাবার কাছে যেতে চাচ্ছে না। এখন মেয়েকে ডাক্তারি পরীক্ষা শেষে কোর্টের মাধ্যমে তাকে নিরাপত্তা হেফাজতে দেওয়া হবে। আর ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মেয়ে হিন্দু আর ছেলে মুসলিম বলে বিষয়টি খুবই সংবেদনশীল। এ নিয়ে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন সংগঠন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। তাই পুলিশ সতর্কতা ও গুরুত্বের সাথে বিষয়টি দেখছে।’
প্রসঙ্গত. মৌলভীবাজারের কমলগঞ্জের সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের কনের বাবা নতু দে এর মেয়ে ফাল্গুনী দে (১৭) এর বিয়ে বড়লেখা উপজেলার ইনাইনগর গ্রামের ব্যবসায়ী রিংকু দে-র সাথে ঠিক হয়েছিল।
গত ৬মে সোমবার রাতে যখন বিয়ের সব আয়োজন চলছিল। ঠিক সন্ধ্যায় কমলগঞ্জের ভানুগাছ বাজারের অনন্যা বিউটি পার্লারে আসার পর মুসলিম প্রেমিক আলাউদ্দিনে (২০) সাথে পালিয়ে যায় ফাল্গুনী দে।
এদিকে, ওই দিন সন্ধ্যায় বড়লেখা উপজেলার থেকে বরযাত্রী নিয়ে বর যখন কমলগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামে কনের বাড়ির উদ্দেশ্য রওয়ানা দিয়ে মাঝপথে ঘটনা শুনে রাজনগর উপজেলায় অন্যত্র বিয়ে করে কনে নিয়ে ফিরে যায় বর পক্ষ।
শেয়ার করুন