নিজস্ব প্রতিবেদক :
সাগরপথে লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে তিউনিসিয়ায় ট্রলার ডুবিতে বহু বাংলাদেশী নিহত হয়েছেন। এদের মধ্য বেশীরভাগই সিলেট জেলার।
বৃহস্পতিবার ভূমধ্যসাগরে লিবিয়ার উপকুল থেকে ৭৫ জন অভিবাসী নিয়ে ইটালির উদ্দেশ্যে রওয়ানা হওয়া এ ট্রলার ডুবিতে নিহতের সংখ্যা প্রায় ৬০ জন।
এই ট্রলারে ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ভাই হাফিজ আহসান হাবিব শামিম এবং শ্যালক কামরান আহমেদ মারুফ। তারা দুজনই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এদিকে সামাদের ঘনিষ্টজন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদেরকে মৃত উল্লেখ করছেন। তবে তাদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।