.
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় কুলাউড়ার হাফিজ আহসান হাবিব শামীম নিখোঁজ রয়েছেন।
রবিবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাফিজ আহসান হাবিব শামীমের মামা ইউপি সদস্য সাহেদ আহম্মদ এতথ্য নিশ্চিত করেন । তিনি বলেন, নিখোঁজের ৭ভাই ও তিন বোনের মধ্যে শামীম সবার ছোট।
তবে শামীমের মৃত্যুর বিষয়টি তিনি এখনও নিশ্চিত হতে পারেনি।
নিখোঁজ আহসান হাবিব শামীম কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদেভূকশিমইল গ্রামের মৃত হাফিজ আব্দুল খালিক এর ছেলে। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ছোট ভাই ।
কুলাউড়ার ইউএনও ইউএনও আবুল লাইছ বলেন,মৃত্যুও বিষয়টি নিশ্চিত নয়। আমি এখন জেলা অফিসে মিটিং আছি পরে কথা বলে জানাচ্ছি।’