১৩ই মে, সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ, কানাডার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০৩০ ডেনফোর্থ এভিন্যূয়ের রেড হট তান্দুরীতে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শতাধিক নেতা-কর্মী ও শুভ্যন্যূধায়ীর উপস্থিতিতে অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মহিবুর রহমান শুভেচ্ছা বক্তব্যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সকলে মিলে দোয়া পাঠান্তরে, দলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা উদ্দিনের পরিচালনায় মোনাজাতে অংশ গ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্টে নিহত তাঁহার পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে, মহান আল্লাহ্ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে ইফতারে অংশ গ্রহণ করেন। ইফতার শেষে সকলে মিলে পারস্পরিক আলোচনায় দলীয় সভাপতি গোলাম মাহমুদ মিয়ার নেতৃত্বে সংগঠনকে সুসংগঠিত করার প্রয়াসে দলীয় গঠনতন্ত্র ও শৃংঙ্লা বিরোধী কার্যকলাপে লিপ্ত সকল অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের তোফাজ্জল আলী, গোলাম মোতাহির মিয়া, দেওয়ান আব্দুল গোফরান চৌধুরী, শেখ জসীম উদ্দিন, এমরুল ইসলাম, মুর্শেদ আহমেদ মুক্তা, নজরুল আহমেদ, মোঃ আব্দুর রহিম দাদুল, আব্দুল মান্নান, এডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরী, এডভোকেট কামরুল ইসলাম, জামাল উদ্দিন নুনু, সাজ্জাদ হোসেন, আব্দুল হামিদ, নিতাই ঘোষ, ঝুটন তালুকদার, মাশুক আহমেদ, দেলওয়ার হোসেন, সুকোমল রায়।
অন্টারিও আওয়ামী লীগের হাজী তুতিউর রহমান, মাসুদ আলী লিটন, এ বি এম গোলাম সারওয়ার, আক্রামুল ইসলাম, আব্দুল এস বি এম হামিদ, তাজুল ইসলাম, আরিফ উদ্দিন সরওয়ার্দী, মোঃ মাহবুবুল আলম, মনির হোসেন, রায়হান চৌধুরী, ফারহানা শান্তা, মোঃ আশরাফুল ইসলাম টিপু, নাসরিন বেগম, রাশেদুল আলম, কান্তি মাহমুদ, জাহান মোহাম্মদ আরশাদ, মোঃ সাইফুল্লাহ, মুশফিক আকন্দ, আবু হেনা কোরেশী, রফিকুল ইসলাম, বিপ্লব চৌধুরী ও ছাত্রলীগ কানাডার সভাপতি ওবায়দুর রহমান সহ ছাত্রলীগের অনেক নেতা-কর্মী।
আরও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর, ডঃ আব্দুল আউয়াল, বঙ্গবন্ধু পরিষদ, কানাডার সভাপতি আমিন মিয়া, কবি সহিদু রহমান, ফায়েজুল করিম, নওশের আলী, শক্তি দেব, ম্যাক আজাদ, হাসমত আরা চৌধুরী জুঁই, এস আর জামাল, আব্দুল কুদ্দুছ চৌধুরী, নওশাদ উদ্দিন রতন, মোঃ হুমায়ুন কবির, আমজাদ আলি, কাজল রায়, সুলতান মোহাম্মদ, সুহেল আহমদ, হোসেন আহমদ, বিজয় চৌধুরী, মজনু চৌধুরী, মিশকাত হোসেন হামজা, এম আর আখন্দ, নাসরিন বেগম, শেখ নাইম, মাহাবুবুর রহমান খান, জহিরুল ইসলাম, শরিফুল ইসলাম, তুহিন মিয়া, সাবু সাহা, মোঃ আলি খান, সবুজ চৌধুরী, এম শাকিল খান, আবিদুর রহমান, টুনু মিয়া, হাবিবুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ-বাকি-গাজী, মোঃ আলম ও মন্ট্রিয়ল থেকে আগত কানাডা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরও বিপুল সংখ্যক অতিথি।
সংবাদ বিজ্ঞপ্তি