চা কন্যা গেস্ট হাউজে পুলিশের অভিযান ! ৮ জুয়ারি আটক জালালাবাদ বার্তা ডট কম । প্রকাশিতকাল: 15 May 2019, 1:32 pm মৌলভীবাজার প্রতিনিধি. মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আটজন জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে শহরতলীর হাউজিং এস্টেট এলাকার চা কন্যা গেষ্ট হাউস থেকে জুয়াখেলারত অবস্থায় তাদের আটক করে কোমরে রশি দিয়ে বেঁধে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো- পেশাদার মন্নান মিয়া, উমেদ মিয়া, রনি দেব, আজম আলী, মো. খলিল মিয়া, তারেক মিয়া, সৌরভ রায় ও শফিক মিয়া। শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মো.আব্দুস ছালেক জানান, তিনিসহ সার্কেল এএসপি আশরাফুজ্জামান নেতৃত্বে শহরের মৌলভীবাজার সড়কের হাউজিং এষ্টেট আবাসিক এলাকায় চা কন্যা গেষ্ট হাউজ থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা সবাই পেশাদার জুয়ারী। এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জমাদি উদ্ধার করা হয়। শেয়ার করুন Twitter Facebook Google+ Pinterest LinkedIn Tumblr Email