পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

অবৈধবাবে লিবিয়া থেকে ভুমধ্যসাগরের উপর দিয়ে ইটালি যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন ৩৯ বাংলাদেশী। মানব পাচারকারীদের মাধ্যমে তারা অবৈধ পথে ইটালি যাওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু ভুমধ্যসাগরের তিউনিসিয়া উপকুলে নৌকাডুবে মৃত্যু হয়েছে তাদের।

তবে এই নৌকায় থাকা ৭৫ জনের মধ্যে বাকিদের জীবিত উদ্ধার করতে পেরেছে তিউনিসিয়ার জেলে ও কোস্ট গার্ডরা। উদ্ধারকৃতদের কাছ থেকে বাংলাদেশিরা যে মানব পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন সেই চক্রটির হোতাসহ পাঁচজনের বিষয়ে তথ্য পেয়েছে সরকার।

এক বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল এ তথ্য জানান।

তিনি বলেন- জীবিত উদ্ধার হওয়াদের সাথে কথা বলে পাঁচ মানব পাচারকারীর তথ্য পেয়েছে বাংলাদেশী কর্মকর্তারা। তাদের তিনজনের বাড়ি নোয়াখালী এবং দুজন মাদারীপুরের।

ড. মোমেন বলেন, পাচার চক্রের হোতা নোয়াখালীর তিনজন হচ্ছেন আপন ভাই, বাকি দুজন মাদারীপুরের। তবে পররাষ্ট্রমন্ত্রী পাঁচজনের কারও নামই প্রকাশ করেননি।

শেয়ার করুন