সিলেট জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়। জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব, স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মো. মতিউর রহমান, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, অধ্যক্ষ মোর্শেদ, পুলিশ সুপার মনিরুজ্জামান, এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ইশরাত জাহান পান্না।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমদ সেলিম, জেলা পরিষদ সদস্য আমাতুজ্জাহুরা রওশন জেবিন, তামান্না আক্তার হেনা, সুষমা সুলতানা রুহি, হাসিনা বেগম, সাজনা সুলতান হক চৌধুরী, মো. শাহনুর, মো. মতিউর রহমান, নুরুল ইসলাম, মুহিবুল হক, মো. শাহপরান, মো. জয়নাল আবেদীন, লোকন মিয়া, মো. আশিক মিয়া, সহল আল রাজী চৌধুরী, স্যায়িদ আহমদ সুহেদ, এম. মুজিবুর রহমান মুজিব, নজরুল হোসেন, মো. শামীম আহমদ, ইমাম উদ্দিন চৌধুরী, আলমাছ উদ্দিন প্রমুখ।