জর্জিয়া প্রতিনিধিঃ
জর্জিয়ায় বসবাসরত সকল সিলেটিদের একমাত্র সংঘটন Grand সিলেট এর ইফতার ও ওয়াজ মাহফিল স্থানীয় পুনা রেস্টুরেন্ট এ আনুস্টিত হয়। উক্ত অনুস্টানটি জর্জিয়ায় বসবাসরত সিলেটি ২৫০/৩০০ লোকের সমাগম ঘটে যা সিলেটিদের এক মিলন মেলায় পরিনত হয়।
এতে ওয়াজ ও দোয়া পরিচালনা করেন মুফতি মো: কাজী ।
ইফতার পরবর্তী এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৩শে জুন Grand সিলেট এর পিকনিক এর তারিখ নির্ধারন করা হয়।