মৌলভীবাজারে ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

 

মৌলভীবাজার প্রতিনিধি.
ধানের ন্যায্য মূল্যের দাবিতে মৌলভীবাজার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হাওর বাঁচাও,কৃষক বাঁচাও,কৃষি বাঁচাও সংগ্রাম পরিষদ ও জেলা বন্যা প্রতিরক্ষায় প্রেসার গ্রুপ।
মৌলভীবাজার প্রেক্লাবের সামনে সোমবার দুপুরে ঘন্টা ব্যাপী চলা ওই মানবন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন হাওর বাঁচাও,কৃষক বাঁচাও,কৃষি বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন বাদশার সভাপতিত্বে ও মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষার্থী মো. আশরাফ আলীর পরিচালনায় মানববন্ধন ও পথ সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বন্যা প্রতিরক্ষায় প্রেসার গ্রুপের সভাপতি বকশী ইকবাল আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা সভাপতি ডা: ছদিক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন,মৌলভীবাজার জেলা বন্যা প্রতিরক্ষায় প্রেসার গ্রুপের সাধারণ সম্পাদক ইমাদ উদ দীন, হাওর বাঁচাও,কৃষক বাঁচাও,কৃষি বাঁচাও সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা সভাপিত প্রভাষক মোতাহার হোসেন,ইম্পিরিয়াল কলেজের প্রভাষক সিতাব আলী প্রমুখ।
বক্তারা বলেন কৃষকরা ধান উৎপাদন করেন অথচ কৃষকরা হয় চরম ক্ষতিগ্রস্থ আর মিল মালিক বা ফড়িয়া ব্যবসায়ীরা হয় লাভবান। এই পদ্ধতি আমাদেরকে হতবাক করে। এক মণ ধান ঘরে তোলতে খরচ পড়ে ৬৫০-৭০০ টাকা। আর এখন মণপ্রতি ধান বিক্রি হচ্ছে ৫০০ টাকা। এমনটি চলতে পারেনা।
বক্তারা আরও বলেন এই ধারা অব্যাহত থাকলে কৃষি ব্যবস্থা ও কৃষি পণ্য উৎপাদন বাধাগ্রস্থ হবে। তাই কৃষক ও কৃষি বাঁচাতে ধানের ন্যায্য মূল্য ও সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য সরকারকে আহবান জানান। আগামী জাতীয় বাজেটে কৃষকদের কল্যাণে কৃষি খাতে এক হাজার টাকা বরাদ্ধেরও দাবি জানানো হয়।
মানববন্ধন ও পথসভায় সরকারের কাছে কৃষকদের ১৩টি দাবি তোলে ধরা হয়। পবিত্র মাহে রমজানে প্রচন্ড রোধ অপেক্ষা করে কৃষকদের ন্যায্য দাবি আদায়ে মানববন্ধনে কৃষক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন