আহত দু,স্কুল শিক্ষার্থীকে সরকারীভাবে চিকিৎসা খরচ বাবত অনুদান দিয়েছেন সাবেক চীফ হুইপ

 

বিশেষ প্রতিবেদক.

আহত দু,স্কুল শিক্ষার্থীকে সরকারীভাবে চিকিৎসা খরচ বাবত অনুদান দিয়েছেন সাবেক চীফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি।
২০ মে সোমবার বিকেলে শহরতলীর সুরভীপাড়া এলাকায় আহত ওই দু,শিক্ষার্থীকে দেখতে যান  এবং এসময় তিনি তাদের হাতে ২০ হাজার টাকা সরকারী অনুদান তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.নজরুল ইসলাম,অফিসার ইনচার্জ মো.আব্দুস ছালেক,ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম ইয়াহিয়াসহ ছাত্রলীগ,যুবলীগের নেতৃবৃন্দরা।

প্রসঙ্গত.গত ১১ মে শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর সুরভী পাড়া আবাসিক এলাকার বাসিন্দা ও উদয়ন স্কুলের দুই শিক্ষার্থী ও তার মা-খালাসহ সন্ত্রাসীরা দিনে দুপুরে বাসায় ঢুকে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ২ আসামীকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন