টরন্টোতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জালালাবাদবার্তা.কমঃ

জন্মলগ্ন থেকেই প্রতি বছর পবিত্র রমজান মাসে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো, কানাডা টরন্টোতে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীসহ সকল বাংলাদেশী মুসলমানদের অংশগ্রহনে আয়োজন করে থাকে ইফতার ও দোয়া মাহফিলের।

তারই ধারাবাহিকতায় ১৯ মে ২০১৯ রবিবার টরন্টোর ডাউনটাউনস্থ রিজেন্ট পার্ক খাদিম কমিটি মাসাল্লা (২৬০ সুমাক স্ট্রিট) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে টরন্টোর মৌলভীবাজাবাসীর প্রাণের প্রিয় এই সংগঠনটি।

ইসলাম ধর্ম, প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা (সাঃ), কোরআন ও হাদিসের আলোকে আমাদের কর্তব্য ও বর্জ্যনীয় বিষয়াদির উপর ব্রাম্পটন থেকে আগত মুফ্‌তি আসলামের বিশদ আলোচনা এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, সাধারন সদস্য সহ জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, হবিগঞ্জ এসোসিয়েশন অব অন্টারিও, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি টরন্টো ইন্‌ক এর নেতৃবৃন্দ। তাছাড়াও টরন্টোতে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগনের নেতৃবৃন্দ,ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন বয়সের বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ।

এবারের ইফতার ও দোয়া মাহফিলের আহবায়ক হিসেবে গুরু দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুর রহিম দাদুল, অত্যন্ত সফল একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করতে তাঁকে সাহায্য করেন এসোসিয়েশনের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং রিজেন্ট পার্ক খাদিম কমিটির সকল নেতৃবৃন্দ।

সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী এবং সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন।ইফতার ও নামাজের শেষে চা এবং পান-সুপারীর ব্যাবস্থা রাখা হয়।

শেয়ার করুন