শিশু পরিবারে এতিমদের মাঝে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারী শিশু পরিবারে এতিম শিশুদের মধ্যে ইফতারি বিতরণ করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
২১মে মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে উপস্থিত থেকে শিশু-পরিবারে এতিমদের হাতে ইফতারির প্যাকেট তুলে দেন।

শিশু পরিবারে ইফতার সামগ্রী বিতরণকালে প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম,শিশু পরিবারের উপ- তত্বাবধায়ক মুনতাকা চৌধুরী, প্রেসক্লাবের সহসভাপতি মো.ইসমাইল মাহমুদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।

এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ,এম এ রকিব, মো.সাইফুল ইসলাম ও স্থানীয় পানসি রেষ্টুরেন্টের পাবলিক রিলেশন কর্মকর্তা মো.ইকবাল হোসেন। এসময় ১০০জন এতিমকে ইফতারি প্যাকেট তুলে দেয়া হয়।

শেয়ার করুন