চমন আফরোজ চৌধুরী, টরন্টোঃ
১৯ মে ২০১৯ (রবিবার) টরন্টোর বাংলা-পাড়া বলে খ্যাত ডেনফোর্থ এলাকার ডেনফোর্থ ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল সুনামগঞ্জ জেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল। অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম পি পি ডলি বেগম, জনাব মাহবুব চৌধুরী রনি, জনাব খোরশেদ খান, জনাব মইন চৌধুরী, জনাব সাকলায়েন জায়গীরদার, জনাব আহাদ খন্দকার প্রমূখ।
সমিতির পক্ষ থেকে উপস্তিত ছিলেন সংগঠনের সভাপতি রোটারিয়ান প্রফেসার আতাউর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এবং নিবাহী সদস্য রোটারিয়ান মাশুক মিয়া, সমিতির প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি শামীম মিয়া, উপদেষ্টা শাহ্ মাহবুব, উপদেষ্টা আনোয়ারুল ইসলাম জায়গীরদার, উপদেষ্টা দেলোয়ার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান কামিল হোসেন, সহ সম্পাদক চমন আফরোজ চৌধুরী, সহ সম্পাদক সোহেল মিয়া, অর্থ সম্পাদক তুহিন মিয়া, ধর্ম সম্পাদক আমজাদ আলী সহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়াও সমিতির সম্মানিত সাধারন সদস্যরা ও তাদের পরিবারবর্গ সহ আনুমানিক ২০০ জন ধর্ম পরায়ন রোজাদার এতে উপস্তিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ ও শান্তি চেয়ে দোয়া পরিচালনা করেন ডেনফোর্থ ইসলামিক সেন্টারের খতিব জনাব ফারুক আহমদ।