সৌন্দর্য বর্ধনে ফুলের চারা রোপন

পর্যটন শহর মৌলভীবাজারকে ফুলের নগরীতে পরিণত করতে পৌরসভার উদ্যোগে দ্বিতীয় দফায় বিভিন্ন প্রজাতীর ফুলের চারা রোপন কাজের উদ্বোধন করেছেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
২২ মে বুধবার বেলা ৫টায় মৌলভীবাজার পৌরসভা জনমিলন কেন্দ্রে নব-নির্মিত সিনিয়ার সিটিজেন কর্ণারে শহরের বিভিন্ন গণ্যমান্য প্রবীণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে এসব ফুলের চারা রোপন করা হয়। এ সময় পৌর মেয়র মো. ফজলুর রহমান ছাড়াও জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র বললেন, পর্যটন এ শহরের সৌন্দর্যবৃদ্বির পাশাপাশি বয়স্ক লোকদের বিনোদন কেন্দ্র সিনিয়ার সিটিজেন কর্ণারে বাগান বিলাস, পাতার বাহার, গোলাপ ছাড়াও বহু প্রজাতির ফুলের চারা লাগানো হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।
এদিকে এ শহরের বয়স্ক লোকজনরাও অনেক খুশি, তাদের জন্য পৌরসভার উদ্যোগে গড়া সিটিজেন কর্ণার ও একই সাথে এটিকে সাজাতে ফুলের চারা রোপন করায়।
শেয়ার করুন