»এক্সক্লুসিভ»মৌলভীবাজার জেলা পুলিশের ইফতার মাহফিলে সুধিজনের মিলনমেলা
মৌলভীবাজার জেলা পুলিশের ইফতার মাহফিলে সুধিজনের মিলনমেলা
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
সাইফুল ইসলাম.
রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে মৌলভীবাজার জেলা পুলিশের ইফতার মাহফিল সুধিজনের মিলনমেলায় পরিণত হয়।
বুধবার সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ইফতারপুর্ব আলোচনা সভায় দেশবাসীর কল্যাণে ইফতার পুর্ব দোয়া মাহফিল পরিচালনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বজলুর রহমান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুবসহ সাংবাদিক, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যকর্মী, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।