শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালিঘাট চা বাগানের শ্মশানঘাট এলাকায় কে বা কারা প্রায় পাঁচ শতাধিক মরা মুরগি ফেলে যায়। আর এই মরা মুরগির দূর্গন্ধে আশেপাশের মানুষ চরম দুর্ভোগে পড়েন।
বুধবার (২২ মে) সকালে এই ঘটনাটি ঘটে। পরে ফিনলে টি কালিঘাট চা বাগানের কর্তৃপক্ষ মরা মুরগিগুলো মাটিতে পুঁতে ফেলেন।
শ্রীমঙ্গল কালিঘাট চা বাগানের পলাশ কান্তি দে বলেন, বুধবার সকাল বেলা এই জায়গার সামনে দিয়ে মানুষ দূর্ভোগে পড়ে। কে বা কারা শত শত মরা পোল্ট্রি মুরগী এখানে ফেলে গেছে। শ্মশানঘাটের সামনের রাস্তা দিয়ে দূর্গন্ধের কারণে লোকজন নাকে হাত দিয়ে যাতায়াত করছিলেন।
সিলেট স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হরিপদ রায় বলেন, মরা মুরগি এভাবে খোলা জায়গায় ফেলার কারনে এর জীবানুগুলো বাতাসে ছড়িয়ে পড়ে বিভিন্ন রোগ ব্যাধির তৈরি করতে পারতো।
ফিনলে টি কালিঘাট চা বাগানের ডিজিএম সৈয়দ সালাউদ্দিন বলেন, কালিঘাট চা বাগানের বাইরের দিকে কে বা কারা রাতের অন্ধকারে মরা মুরগি ফেলে চলে গেছে। আমরা বিষয়টি জানার সাথে সাথে কোম্পানির লোক লাগিয়ে সব মরা মুরগি বড় গর্ত করে পুঁতে দিয়েছি।