শ্রীমঙ্গলে ইসলামী ক্বিরাত, আযান, উপস্থিত বক্তৃতা ও ইসলামী গজল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ইসলামী ক্বিরাত, আযান, উপস্থিত বক্তৃতা ও ইসলামী গজল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

 

তোফায়েল পাপ্পু, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামী ক্বিরাত, আযান, উপস্থিত বক্তৃতা ও ইসলামী গজল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আরডি আর এস বাংলাদেশ এর সহযোগীতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগীতায় বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) মোঃ আশরাফুজ্জামান।
আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মাহবুবুর রহমান সালেহর সভাপতিত্বে ও আরডি আর এস বাংলাদেশ শ্রীমঙ্গল ইউনিটের প্রোগ্রাম অফিসারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক, স্যোশাল ইসলামী ব্যাংক লিঃ শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মুনিরুল ইসলাম, দারুল ক্বিরাত মজিদীয়া ফুলতলী ট্রাস্ট শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা শাখার প্রধান ক্বারী মাওলানা মোঃ নাছির উদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, আরডিআরএস এলাকা ব্যাবস্থাপক মো. মিজানুর রহমান, সাংবাদিক ও কলামিষ্ট এহসান বিন মুজাহির, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী ক্বিরাত, আযান, উপস্থিত বক্তৃতা ও ইসলামী গজল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরন করা হয়।
শেয়ার করুন