নিজস্ব প্রতিনিধি :: যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেটের প্যাটারসন শহরে শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টার ও উলামা সোসাইটি নিউজারসীর উদ্দ্যোগে গত ২৪শে মে শুক্রবার মাদরাসা ভবনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
ইফতার পুরব আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজালাল-লতিফিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জুবায়ের আলী। আলোচনা করেন মাদরাসার প্রিন্সিপাল ও উলামা সোসাইটির সভাপতি আল্লামা আব্দুন নুর, শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম, মসজিদ আল-ফেরদৌসের খতিব ও মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, প্যাটারসন সিটির কাউন্সিলম্যান শাহিন খালিক, মিলাদ শরীফ পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ আলাউদ্দিন, মহফিল পরিচালনা করেন মাদরাসার শিক্ষক মাওলানা বুরহান উদ্দিন, উপস্থিতিদের মধ্যে ছিলেন, হাফেজ সৈয়দ খুবায়েব আলী, মাওলানা ইমরান আহমদ, মাদরাসা কমিটির উপদেষ্টা সদস্য, বাহার কুরুরী, হাজী আনছার আহমদ, প্যাটারসন সিটির সাবেক কমিশনার আলাউর খদকার, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি সেলিম চৌধুরী, কুলাউড়া এসোসিয়েশনের আহবায়ক আনোয়ার চৌধুরী পারেক, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সাধারন সম্পাদক হারুন আহমদ, ব্যাবসায়ী হোসেন আহমদ, তাজউদ্দিন, মসজিদ আল- ফেরদৌস কমিটির কেশিয়ার লুতফুর খান প্রমুখ।