নারী আইনজীবি খুনের ঘটনায় -শ্রীমঙ্গলে থেকে ভাড়াটিয়া ইমাম তানভীর গ্রেফতার

 

সাইফুল ইসলাম.

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আবিদা সুলতানা (৩৫) নামে এক নারী আইনজীবীকে হত্যার সাথে জড়িত থাকায় বাড়ির ভাড়াটিয়া তানভীর আহমদকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

আজ সোমবার দুপুর দেড়টায়  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকের নেতৃত্বে উপ-পরিদর্শক ফজলে রাব্বি ও সহকারী উপ-পরিদর্শক এনামুল হকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে  উপজেলার বরুণা এলাকার বরুনা মাদ্রাসার পাশে এক বাড়ি  থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তানভীরের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার আমনদী গ্রামের মায়নুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত তানভীর বড়লেখা উপজেলার মাধবগুল জামে মসজিদের ইমামমতি করতেন।

শ্রীমঙ্গল থানার ওসি  মো.আব্দুস ছালেক এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন