সাইফুল ইসলাম.
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলায় নারী আইনজীবী আবিদা সুলতানা হত্যার ঘটনায় বড়লেখা থানায় হত্যা মামলা রুজু হয়েছে।
সোমবার রাত পৌণে ১১টার দিকে বড়লেখা থানায় শরিফুল ইসলাম বাদি হয়ে ৪জনের নাম উল্লেখ হত্যা মামলা রুজু করেন।
এছাড়া,শ্রীমঙ্গল উপজেলার বরুণা মাদ্রাসা এলাকা থেকে গ্রেফতার হওয়া বাড়ির ভাড়াটিয়া মসজিদের ইমাম তানভীরের ব্যাগ থেকে আইনজীবি আবিদার সুলতানার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
মামলা রুজুর পর বড়লেখা উপজেলার জ্যৈষ্ঠ বিচারিক আদালতে রিমান্ডের আবেদন করলে,আদালত রিমান্ড শুনানী শেষে হত্যা মামলার প্রধান আসামী মসজিদের ইমাম তানভীর আহমদকে ১০দিন ও তার স্ত্রী হালিমা সাদিয়া, ভাই আফসার আলম ও মা নেহার বেগমের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
২৮মে দুপুরে বড়লেখা উপজেলায় জ্যৈষ্ঠ বিচারিক হাকিম হরিদাশ কুমার আসামিদের আদালতে হাজির
করা হলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।