»জাতীয়»সিলেট এসএম অটো-মোবাইলস এর ইফতার ও দোয়া মাহফিল
সিলেট এসএম অটো-মোবাইলস এর ইফতার ও দোয়া মাহফিল
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
বিশেষ প্রতিবেদক.
সিলেট বিভাগের স্বনামধন্য প্রতিষ্টান এসএম অটো-মোবাইলস এর উদ্যোগে ও সিএনজি গ্রাহকদের সম্মানে স্থানীয় সাম্পান রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮মে মঙ্গলবার সিলেট পূর্ব জিন্দাবাজার সাম্পান রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে এস এম অটোমোবাইলস’র পরিচালক শাহ্ নুর রহমান সানির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যামস মটরস লিঃ এর জেনারেল ম্যানেজার মো. নুরুদ্দীন জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম অটোমোবাইলস এর স্বত্বাধিকারী মোছা. সামছুন্নাহার শিল্পী ও তার ছোট বোন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইনচার্জ রহিমা আক্তার ডলি প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্ব আলোচনা শেষে মোনাজাত করা হয়।
এ সময় এস এম অটোমোবাইলস’র পক্ষ থেকে লটারীর মাধ্যমে ৫০ জন পিয়াজো সিএনজি গ্রাহকদের এলইডি টিভি, টেবিল ফ্যান,রাইস কুকার ও টোস্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী উপহার দেয়া হয়।