আজ পবিত্র জুমাতুল বিদা

নিজস্ব প্রতিবেদক :: আজ শুক্রবার ৩১ মে পবিত্র জুমাতুল বিদা। পবিত্র রমজান মাসের শেষ জুমা আজ। তাই আজ সারা দেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে। প্রতিবছর এই দিনটি ইবাদত বন্দেগি ও জিকির-আজকারের মাধ্যমে পালন করেন বিশ্ব মুসলমানরা।

পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে জুমার নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

সিলেটে জুমার নামাজের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহজালাল রহ. এর দরগাহ মসজিদে। জুমাতুল বিদা তথা রমজান মাসের শেষ জুমার নামাজে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বলে জানা গেছে।

শেয়ার করুন