শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ জনাব মোঃ আব্দুছ ছালেক এর নেতৃর্ত্বে এসআই অনীক বড়ুয়া, এসআই প্রদীপ কুমার মজুমদার, এএসআই সাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৩০/০৫/২০১৯ ইং তারিখ ভোর রাত ০৪.৩০ ঘটিকায় থানাধীন ২নং ভূনবীর ইউনিয়নের গোপালপুর সাকিনের ওয়াহাব মিয়ার বসতগৃহের ভিতরে জুয়া খেলা অবস্থায় (১) রিংকু মিয়া (২) সালাম মিয়া(৩) রিয়াদ (৪) হান্নান মিয়া (৫) কাশেম মিয়া (৬) জামাল (৭) রতন মিয়া (৮) হাছন মিয়া (৯) দুলাল মিয়া (১০) রোকন আহমেদ (১১) তমিছ উল্লাহ (১২) আব্দুল আজিজ (১৩) ইউসুফ মিয়া (১৪) কাছম মিয়াদের সর্ব গ্রাম লইয়ারকুল দের’কে নগদ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়। এতদ্বঃ বিষয়ে আসামীদেরকে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা দন্ড প্রদান করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃক ১৪ জুয়ারী আটক :-
শেয়ার করুন