ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অখণ্ডিত ঢাকার সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি সাদেক হোসেন খোকা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি নাজিম উদ্দিন, বিএনপি নেতা মুশফিকুল ফজল আনছারী, আসিক ইসলাম, যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ, নিউইয়র্ক, নিউজার্সি স্টেট বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ইফতার পূর্বে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয় ।

শেয়ার করুন