কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন আশার আলো সামাজিক সংস্থার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে আশার আলো সামাজিক সংস্থার শতাধিক সদস্য অংশ নেন।
শুক্রবার ৩১ মে কুলাউড়া পৌর শহরের একটি রেস্টুরেন্টে এই ইফতার, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আশার আলোর বোর্ড চেয়ারম্যান আতিকুল ইসলাম আতিকের সভাপতিত্বে এবং স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক আজহার মুনিম শাফিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আহবাব হোসেন রাসেল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার এর যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম মামুন, মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য ফয়েজ আহমেদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া মুক্ত স্কাউটের সাধারণ সম্পাদক সামছু উদ্দিন বাবু, আশার আলো বোর্ড কমিটির সদস্য আব্দুল লতিফ, তানজিল হাসান খান, সাইফুল ইসলাম, আশার আলো নির্বাহী কমিটির সভাপতি ইমতিয়াজ রুবেল, সাধারণ সম্পাদক আরফিন শুভ, আশার আলো স্থায়ী কমিটির সভাপতি নাজিম আহমেদ প্রমুখ।
ইফতার পূর্বে রেলওয়ে জুনিয়র স্কুল এর সহকারী প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বিশেষ মোনাজাত করেন।