যানজট নিরসনে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের ‌’ঈদ সেবা’

শাকির আহমদ, কুলাউড়া :: প্রতি বছরের ন্যায় এবারো কুলাউড়া পৌর শহরে যানজট নিরসনে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‌কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ। কুলাউড়া শহরের প্রধান সড়কে তাঁদের এই সেবাকে পৌরবাসীর জন্য ‘ঈদ সেবা’ হিসেবে আখ্যায়িত করেছে তাঁরা।

৩১ মে সকাল ১১ টায় কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ আনুষ্ঠানিক ভাবে তাঁদের এই ভিন্নধর্মী সেবা কার্যক্রম চালু করেছে। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, এসআই দিদার উল্ল্যাহ, এসআই মাসুদ, এএসআই (ট্রাফিক) কাওছার আহমেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, স্কাউট লিডার জয়নাল আবেদিন সাগর আহমেদ সহ আরো অনেকে। তাঁদের এই কার্যক্রম চলবে ঈদের রাত পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, কুলাউড়া শহরের ভেতর দিয়ে যাওয়া মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বিভিন্ন বিপণিতে ঈদের কেনাকাটা চলছে। শহরের দক্ষিণ বাজার, রেলস্টেশন চৌমুহনী, উত্তর কুলাউড়ার আউটার ও উত্তর বাজার এলাকায় স্কাউটের সদস্যরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন। ট্রাফিক আইন মেনে চলতে তাঁরা গাড়ি চালকদের পরামর্শ ও অনুরোধ করছেন। এ ছাড়া ফুটপাতে গাড়ি দাঁড় করিয়ে না রাখতেও অনুরোধ করছেন। পর্যাপ্ত লোকবলের অভাবে ট্রাফিক পুলিশ যানজট নিরসনে হিমশিম খাচ্ছিলো। মূলত ট্রাফিক পুলিশকে সহায়তা দেয়ার জন্য উভয়ে এক হয়ে এই কার্যক্রম পরিচালনা করছে।

শহরের বাসস্ট্যাণ্ড এলাকার কুলাউড়া ফার্ণিচার ব্যবসায়ী এম ফয়েজ উদ্দিন, চৌমুহনী এলাকার নবরূপা কাপড়ের দোকানের স্বত্তাধিকারী শহিদুল ইসলাম, স্টার ফ্যাশনের স্বত্তাধিকারী ফয়সাল আহমদ, ব্যবসায়ী বাপ্পী চৌধুরী বলেন, ঈদকে কেন্দ্র করে কুলাউড়ার ব্যবসা জমে ওঠেছে। ক্রেতাদের পাশাপাশি যানবাহনের পরিমান কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। এতে যানজট অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছিলো। কিন্তু আজ (শুক্রবার) সকাল থেকে মুক্ত স্কাউটের সদস্যরা প্রখোর রোদ এবং বৃষ্টি উপেক্ষা করে যানজট নিরসনে কাজ করার কারনে তা অনেকটা কমে গেছে। জনমনে স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।

কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক শামসুদ্দিন বাবু বলেন, ঈদে কেনাকাটা করার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন শহরের বিপণিগুলোতে ভীড় জমান। এ কারণে এ সময়টাতে যানজটের সৃষ্টি হয়। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে শহরের ব্যস্ত এলাকায় যানজট নিয়ন্ত্রণে ঈদ সেবা’র উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতি দিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সংগঠনের ৩০ জন সদস্য ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করবেন। এটা চলবে ঈদের আগের রাত পর্যন্ত।

উল্লেখ্য, গত ২০১৫ সাল থেকে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সামনে রেখে তাঁরা এ কার্যক্রম চালিয়ে আসছেন। বছরের দুই ঈদ, পুজো উৎসবসহ বিভিন্ন উৎসব ও ব্যস্ততম সময়ে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ এধরণের কার্যক্রম পরিচালনা করে। তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগেও তারা মানবকল্যাণে ঝাঁপিয়ে পড়ে। এমনকি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি মুক্তস্কাউট গ্রুপের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুলাউড়ায় সর্বজনে প্রশংসিত হয়েছে।

শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ কাজের শুভ উদ্বোধন করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়ারদৌস হাসান ও ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, শহরের যানজট নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্কাউট সদস্যরা কাজ শুরু করেছেন। আমরা আশা করি উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় যানজট নিরসন করা সম্ভব। মুক্ত স্কাউট তাঁদের এ কাজের প্রশংসার দাবি রাখে।

শেয়ার করুন