নিজস্ব প্রতিনিধি :: কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানার্থে কাতার প্রবাসী আলহাজ্জ্ব আব্দুল্লাহ আল মামুন রেনুর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১ জুন (শনিবার) পৌর শহরের একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, প্রেসক্লাব কুলাউড়ার সিনি. সহ সভাপতি ময়নুল ইসলাম পবন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সাপ্তাহিক মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহিদুল ইসলাম তনয়, প্রবাসী সাংবাদিক ফজলুর রহমান ফজলু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সিনি. সভাপতি আলাউদ্দিন কবির, ডেইলী স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, আমার কুলাউড়ার প্রধান সম্পাদক জীবন রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল, গণজাগরণ প্রতিনিধি এনামুল আলম, পূর্ব পশ্চিম এর জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, পাতাকুঁড়ির প্রতিনিধি এইচ ডি রুবেল, কাজিরবাজার প্রতিনিধি শাহ আলম শামীম, ফটোসাংবাদিক জুয়েল দেব, সংবাদকর্মী জুয়েল, সংবাদকর্মী কাওছার, দি বাংলাদেশ টুডে, দৈনিক জাগরণ, সিলেটভিউ, যুগভেরী প্রতিনিধি শাকির আহমদ প্রমুখ।
ইফতার পূর্বে বিশ্বের সকল মানুষের কল্যাণের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা মারুফ আহমদ চৌধুরী।