হবিগঞ্জের চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের শোকসভা ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের উপদেষ্টা সদ্যপ্রয়াত আব্দুশ সামাদের আত্মার শান্তি কামনায় দোয়া, ইফতার মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।

শুক্রবার (৩১ মে) পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে এই শোকসভা ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্বে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি মোস্তফা মোরশেদ এবং মোনাজাত করেন পিজিপির উপদেষ্টা আলহাজ্ব ডাক্তার নুরুল ইসলাম।

পদক্ষেপ গণপাঠাগারের সেক্রেটারি মনিরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় ও অর্থ সম্পাদক এস এম মিজানুর রহমানের উপস্থাপনায় শোকসভায় এবং ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আওয়াল ও আলহাজ্ব নুরুল ইসলাম তোতা মিয়া, ফারুক উদদীন চৌধুরী, সাহিত্য-সংস্কৃতিক পরিষদের সেক্রেটারি বিদুৎ পাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, পিজিপি সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, নির্বাহী সদস্য ও ধামালী সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ, দপ্তর সম্পাদক মুহাম্মদ নুরুউদ্দিন, প্রচার সম্পাদক ও সমাজকর্মী সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান, প্রধান শিক্ষক সফিকুর রহমান , ফারুক আহমেদ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদ্স্য মাজহারুল ইসলাম রুবেল, হুমায়ুন কবির মিলন, আব্দুল্লাহ আল মামুন, সিরাজুর রহমান সেলিম, আল আমিন চকদার, আবু সাঈদ সোহাগ প্রমুখ।

ইফতার আয়োজনে আরো অংশ নেন পাঠাগারে পাঠক সদস্য, সাধারণ সদস্যসহ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ প্রমুখ ।

ছবি : গ্রাম-বাঙলা

শেয়ার করুন