কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক পাহাড়ি ঢলের স্রোতে হুমকির মুখে নবনির্মিত কালভার্ট

 

ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানির স্রোতের আঘাতে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার সড়ক ভেঙ্গে যাচ্ছে। সম্প্রতি পাহাড়ি ঢলের পানির ¯্রােতের আঘাতে এ সড়কের নব নির্মিত একটি কালভার্ট সেতুর মুখ এলাকা ভেঙ্গে যায়। সড়ক ভেঙ্গে যাওয়ায় এ পথে ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতয়াত করতে হচ্ছে সকল প্রকার যানবাহনকে।রোববার (২ জুন) বিকালে সরেজমিন লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকা ঘুরে দেখা যায়, কিছু দিন পূর্বে এখানে একটি কালভার্ট সেতু নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি গত কয়েক দিনের ভারী বৃষ্টির ফলে পাহাড়ি উঁচু টিলা বেয়ে প্রবল বেগে নেমে আসা ঢলের পানির ¯্রােতের আঘাতে এ কালভার্টের মুখ এলাকার রাস্তা ভেঙ্গে গেছে। উঁচু টিলার পানি নেমে নিস্কাশনের ব্যবস্থা না থাকায় টিলার পানি সড়কের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সড়ক ধার ভেঙ্গে গেছে। ফলে নবনির্মিত কালভার্টটিও এখন ঝুঁকির মুখে পড়েছে।শমশেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল লাইনের বাস চালক আলী আজহম ও সিএনজি অটোরিক্সা চালক আইয়ূব আলী বলেন, এ পাহাড়ি পথ এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার উপর এ কালভার্ট এলাকার সড়ক ভেঙ্গে যাওয়ায় এ স্থল অতিক্রমকালে ঝুঁকি নিয়ে অতিক্রম করতে হয়। বিশেষ করে এখানে দুটি গাড়ি পারাপারকালে ঝুঁকি থাকে বেশী। তারা আরও বলেন, দ্রুত সড়ক জনপথ এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে সড়কটির আরও কিছু অংশ ভেঙ্গে যাবার সাথে সাথে কালভার্টটিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম মুঠোফোনে বলেন, পাহাড়ি এলাকার টিলা বেয়ে নেমে আসা ঢলের পানি সড়কের জন্য ক্ষতির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, সড়ক ও জনপথের বিভাগীয় প্রকৌশলীরা সরেজমিন তদন্তক্রমে দ্রুত প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

শেয়ার করুন