‌’আসেন দেশপ্রেম লালন করি সর্বক্ষেত্রে’


ম্যাক নাজির :: গত রবিবার (২ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতা থেকে শুরু করে এখন অব্দি নিউজিল্যাণ্ডের ম্যাককুলামকে এমনভাবে ধুয়ে দেয়া হয়েছে, হচ্ছে যে, সে জীবনে আর বাংলাদেশকে নিয়ে হেয় করে মন্তব্য করার সাহসই পাবে না!

ইশ..আমরা এই দেশপ্রেমটাকে যদি, শুধু খেলা কেন্দ্রিক না রেখে, অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগাতাম তবে সোনার বাংলা হতে খুব বেশি সময় যেতো না!

এই যেমন, একটা ধর্ষকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, একটা দুর্নীতিবাজের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, একজন ঘুষখোরের পরিচয় নিশ্চিত হওয়া গেছে..আর দলমত নির্বিশেষে আমরা তাকে এমনভাবে ধুয়ে দিচ্ছি যে, আরেকজন ধর্ষণ করতে, দুর্নীতি করতে, ঘুষ খেতে হাজারবার ভাবছে!

কিন্তু আমরা সেটা করি না, দলে দলে ভাগ হয়ে যাই, কেউ কেউ আবার পক্ষালম্বন করি, নাহলে যে দলের দুর্নাম হবে! অথচ তখন দলের কথা ভুলে গিয়ে এই কাজটা করলে একটা দল সাময়িকভাবে হয়তো দুর্নামের ভাগিদার হতো, কিন্তু এর দীর্ঘমেয়াদি সুফলটা পেতো দেশ, আমাদের আগামীর প্রজন্ম..

আসেন দেশপ্রেম লালন করি সর্বক্ষেত্রে, দলের চেয়ে দেশ বড়।।

লেখক- ফেইসবুক এক্টিবিস্ট, ফ্রান্স প্রবাসী

শেয়ার করুন