স্টাফ রিপোর্টার:
কানাডার টরন্টো সিটিতে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ বছরের শিশু রাদিউল চৌধুরী (রাদি) সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে সিক কিডস হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
২৬ শে মে স্থানীয় সময় দুপুর আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরীর পুত্র টরন্টো থেকে প্রকাশিত অনলাইন বাংলা নিউজপোর্টাল জালালাবাদবার্তা.কম এর সম্পাদক রুহুল চৌধুরীর ছেলে রাদিউল চৌধুরীকে ভিক্টোরিয়া পার্ক ও সেন্ট ক্লেয়ার এলাকায় দ্রুতগামী একটি মোটর সাইকেল ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাথে সাথেই এম্বুলেন্সের মাধ্যমে শিশুটিকে আশংকাজনক অবস্থায় সিক কিডস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত মোটরসাইকেল চালক শিশুটিকে আঘাত করেই পালিয়ে যাওয়ার সময় ঐ মোটরসাইকেলে একজন নারী আরোহীও ছিলো ।
কানাডার মুলধারার মিডিয়া এই সড়ক দুর্ঘটনার খবর প্রচারিত হলে কমিউনিটিতে বেদনা বিধুর পরিবেশের তৈরি হয়। শিশুটির পিতা রুহুল চৌধুরীর পারিবারিক সূত্রে জানা যায় রাদিউল চৌধুরী ভিক্টোরিয়া পার্ক ও সেন্টক্লেয়ার এলাকায় তার ফুফুর বাসার সামনে এই দুর্ঘটনার শিকার হন।
পুলিশ মোটরসাইকেল চালক এবং আরোহীকে আটক করছে। দুর্ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ থেকে মোটরসাইকেল চালককে আটক করতে সক্ষম হন।
এদিকে ঘটনার ৯ দিন পরও শিশু রাদি আশঙ্কাজনক আবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রাদির মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের পক্ষ থেকে রাদির সম্পূর্ণ সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
রুহুল চৌধুরীর বিশ্বাস লাখো মানুষের দোয়ার বরকতেই মহান আল্লাহ্ রাদিকে পুনরায় সম্পূর্ণ সুস্থভাবে তাদের বুকে ফিরিয়ে দিবেন। তিনি রাদির আরোগ্যের জন্য যাহারা দোয়া করা সহ বিভন্নভাবে সাহায্যের হাত প্রসারিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।