শ্রীমঙ্গলে সম্মিলিত নাট্য পরিষদের কমিটি গঠন-বিপ্লব সভাপতি,সম্পাদক মিলন

 

বিশেষ প্রতিবেদক.
‘নাটক জীবনের কথা বলে’ এই শ্লোগানকে সামনে রেখে সম্মিলিত নাট্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা কমিটি(২০১৯-২০২০) গঠন করা হয়েছে। শ্রীমঙ্গলের নাট্যাঙ্গনের সমস্যা সম্ভাবনা ও নাটকের মান ্উন্নয়ন নিয়ে কাজ করার নিমিত্তে চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
রবিবার শহরের ভানুগাছ সড়কের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন নাট্যসংগঠনের ব্যক্তিবর্গ,সাংস্কৃতিক সংগঠক,সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য বিপ্লব দেব আবু কে সভাপতি ও মোহাম্মদ আলী মিলন কে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিশিষ্ট নাট্যকর্মী দেলোয়ার হোসেন মামুন। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মিজানুর রব,নিতেশ সূত্র ধর,হামিদা প্রবাসী,সহ সাধারণ সম্পাদক রুপক দত্ত,পংকজ সরকার,সাংগঠনিক সম্পাদক সাজন আহমেদ রানা,কোষাধ্যক্ষ রাখাল বণিক,প্রচার সম্পাদক ফারুক আহমেদ বাপ্পী,প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রবিন, সহ প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন, দপ্তর সম্পাদক রাজকুমার গৌড়, সদস্য আশরাফী আজম, গোবিন্দ রায় সুমন, দেলোয়ার হোসেন মামুন, কামরুল ইসলাম বাবুল, কামরুল ইসলাম দোলন, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সুজিত রায়, পংকজ কুমার নাগ,সিরাজুল ইসলাম, মৌসুমী নাগ মৌ, অদিতি দেব,মবি সূত্র ধর ও সীমা গাইন।
শেয়ার করুন