»এক্সক্লুসিভ»ভোক্তা পরিচালক লাঞ্ছিতের ঘটনায় বিলাসের মালিকের নি:শর্ত ক্ষমা প্রার্থনা
ভোক্তা পরিচালক লাঞ্ছিতের ঘটনায় বিলাসের মালিকের নি:শর্ত ক্ষমা প্রার্থনা
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
বিশেষ প্রতিবেদক.
ভোক্তা পরিচালক লাঞ্ছিতের ঘটনায় নিং:শর্ত ক্ষমা চাইলেন বিলাস ডিপার্টমেন্টাল স্টোরের মালিক সোহাদ আহমদ বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সহকারী পরিচালক মো: আল আমিন। সোমবার বেলা ৪টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদের নের্তৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে এবিষয়ে আইনী কোন পদক্ষেপ গ্রহণ করা হবে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ই-মেইল মারফতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের অবগত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো পাঠকদের জন্য- আজ ০৩/০৬/২০১৯ খ্রি: তারিখ ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিকাল ৪.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত ৩০/০৫/২০১৯ খ্রি: তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযানে বিলাস ডিপার্টমেন্টাল স্টোরে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার প্রেক্ষিতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এর নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রাশেদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল আমিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ব্যবসায়ী ফোরাম এর সদস্যবৃন্দ এবং চেম্বার অফ কমার্স এর সদস্যবৃন্দসহ বিলাস ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্ত্বাধিকারী সোহাদ আহমদ।
গত ৩০/০৫/২০১৯ খ্রি: তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযানের অংশ হিসাবে আইন লঙ্ঘনের দায়ে এম সাইফুর রহমান রোডে অবস্থিত বিলাস ডিপার্টমেন্টাল স্টোরকে আরোপিত জরিমানা ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) পরিশোধ করে সকলের সামনে ঘটে যাওয়া ঘটনার জন্য বিলাস ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্ত্বাধিকারী সোহাদ আহমদ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এই ধরণের ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন। প্রাইম মাস্টার টেইলার্সের স্বত্ত্বাধিকারী রাফাদ চৌধুরী ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এই ধরণের ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন।
এসময় সংসদ সদস্য নেছার আহমদ বলেন ৩০/০৫/২০১৯ খ্রি: তারিখে ভোক্তা অধিকার অধিদপ্তরের মোবাইল টিমের সাথে এবং উক্ত প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো: আল আমিনের সাথে ঘটে যাওয়া ঘটনা অপ্রত্যাশিত। তিনি বলেন, সকলকে আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। ৩০/০৫/২০১৯ খ্রি: তারিখের ঘটনা উল্লেখ করে সংসদ সদস্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরণের ঘটনা যাতে আর না ঘটে এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান। তিনি আরো বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে এবং এই কাজে সবাই সহযোগিতা করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এম এ আহাদ, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, মৌলভীবাজার ক্লাবের সাধারণ সম্পাদক হাসিব হোসেন খাঁন বাবু, চেম্বার পরিচালক সৈয়দ মুনিম আহমেদ রিমন প্রমুখ।