ঈদ-উল-ফিতর উপলক্ষে যানবাহন চলাচলে এসএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে ঈদ জামাতের সময় শাহী ঈদগাহ ও আশে পাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ।

ঈদের দিন সকাল ৭টায় থেকে ঈদের জামাত শেষ না হওয়া পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ।

রাস্তাগুলো হল- কুমারপাড়া-শাহী ঈদগাহ সড়কের কাজী জামালউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা, আম্বরখানা-শাহী ঈদগাহ সড়কের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনের রাস্তা, নয়াসড়ক-শাহী ঈদগাহ সড়কে ভায়া কাজীটুলা সড়কের টিভি সেন্টারের সামনের রাস্তা, টিলগড়-শাহী ঈদগাহ সড়কের রায়নগর গলির মুখে মুক্তা ফার্মেসীর সামনের রাস্তা বন্ধ থাকবে।

উল্লেখ্য যে, জরুরী সার্ভিস (অ্যাম্ভুল্যান্স, ফায়ার সার্ভিস, উদ্ধারকারী যানবাহন, আইন-শৃংখলা রক্ষা, ঔষধ ও জরুরী খাদ্য পরিবহন ইত্যাদি) উক্ত নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন এসএমপি।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জেদান আল মুসা।

শেয়ার করুন