
শাহী ঈদগাহতে মসুল্লি-ছবি মামুন আহমদ
বিশেষ প্রতিনিধি.
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ রোডস্থ ঐতিহ্যবাহী শাহী ঈদগাহতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কয়েক হাজার মুসল্লি।

ঈদের নামাজ শেষে বাসভবনে পায়ে হেটে যাচ্ছেন আব্দুস শহীদ এমপি
ঈদের জামাতে যাতে কোনও ধরণের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা।

ঈদের জামাতে দেশ বাসির জন্য দোয়া ও মঙ্গল কামনায়-ছবি মামুন
ঈদগাহে ঈদের জামাতে অংশ নিয়েছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুস ছালেকের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ড.আব্দুস শহীদ এমপি-ছবি -বাংলা ট্রিবিউন
বুধবার (৫ মে) সকাল ৭টায় ১৫মিনিটে ঈদের নামাজ আদায় করেন। উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) ইমাম হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

আগত অতিথিদের সাথে কথা বলছেন ড.আব্দুস শহীদ এমপি-ছবি বাংলা ট্রিবিউননামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শাহী ঈদগাহতে ঈদের জামাতে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আশরাফুজ্জামান, মেয়র মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুস ছালেক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী,পুলিশ পরিদর্শক তদন্ত মো.সোহেল রানা, সাংবাদিক মামুন আহমদ,বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের মো.সাইফুল ইসলাম এবং এলাকার সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেন।
পরে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ তার বাসভবনে আগতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি তার নিজ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। সবাই যাতে পরিবার-পরিজন নিয়ে ঈদে সুন্দর সময় কাটাতে পারেন সেজন্য সকলের মঙ্গল কামনা করেন তিনি।