মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী যুব কল্যাণ সমিতির নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুন) বিকালে মাধবপুর ইউনিয়নের শিববাজার মণিপুরী ললিতকলা একাডেমিতে এ শপথ গ্রহন করেন কমিটির সদস্যরা।
মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শান্তমনি সিংহের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী এল. কৃষ্ণমূর্তি।
বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শ্যাম কান্ত সিংহ, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, মণিপুরী যুব কল্যাণ সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কৃষ্ণ কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রনজিৎ সিংহ, মণিপুরী মহারাসলীলী সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চ্যাটার্জী। অনুষ্ঠানে ২১টি পদে নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।
পরে নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যরা অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মণিপুরী যুব কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি প্রদীপ কুমার সিংহ।
তার আগে দুপুরে কমলগঞ্জ হীড বাংলাদেশ এর কনফারেন্স রুমে চা শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী এল. কৃষ্ণমূর্তি।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভোজন কৈরী, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক সাইফুল ইসলাম,ডেইলি স্টারের মিন্টু দেশওয়ার, পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নায়ারণ মল্লিক সাগরসহ সাংবাদিক,সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।