ইতালী প্রতিনিধি, জালালাবাদবার্তা.কমঃ
১০ জুন (সোমবার) ইতালীর রোমে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর এক মতবিনিময় সভা ও কার্যনির্বাহী কমিটির নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীম যৌথভাবে পরিচালনায় ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাব্বির আহমদ ও বৃহত্তর সিলেট যুব সংঘের সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ অলিউল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আমন্ত্রণে বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের উচ্চ পদস্থ ৯জন কর্মকর্তা। এছাড়াও এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জামিলুল আরিফ জামিল ট্রেজারার মোহাম্মদ কাশেমসহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সভায় তাৎক্ষণিক উপস্থিত হন রোম বিডি স্পোটিং ক্লাব ইতালীর সভাপতি মোঃ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম পলাশ।
একে একে সবাই নিজের পরিচয় প্রদান করে বক্তব্য রাখেন এবং জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পরে জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আগত অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হ্য়।
এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক তাদের বক্তব্যে বলেন আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, অতিশীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঢাকা কেন্দ্রীয় অফিসে অনুমোদন এর জন্য পাঠিয়ে দিব, অনুমোদন হয়ে আসার সাথে সাথে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ্ ।পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভাপতি অলিউদ্দিন শামীম সভার সমাপ্তি ঘোষণা করেন।